গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন অব মিশিগান’র বার্ষিক পিকনিক ৩০ জুন


প্রতি বছরের মতো এবারও মিশিগানে বসবাসরত গ্রেটার চট্রগ্রাম এসোসিয়েশন অব মিশিগান এর বার্ষিক বনভোজন বা পিকনিকের তারিখ ঘোষণা করেছে। আগামী রোববার (৩০ জুন) এই পিকনিক অনুষ্ঠিত হবে।
ওই দিন  সকাল ১০ টায় ওয়ারেন সিটির ৩০০১ ইষ্ট ১৩ মাইল রোডস্থ হলমিছ পার্কে শুরু হবে এ পিকনিক। চলবে সন্ধ্যা পর্যন্ত। পিকনিকে থাকছে আকর্ষণীয়  র‍্যাফেল ড্র, শিশু থেকে সব বয়সী মানুষের জন্য মজার মজার খেলা। এছাড়া চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী রীতিতে আপ্যায়ন করা হবে সকলকে। আশা করা হচ্ছে এবারও প্রচুর সংখ্যক চট্রগ্রামবাসীবাসী পিকনিকে অংশগ্রহণ করবেন। গ্রেটার  চট্রগ্রাম এসোসিয়েশন অব মিশিগান এর আহ্বায়ক মাহফুজ চৌধুরী (৩১৩-৫৭৪-৯৪০৬) ও সদস্য সচিব গিয়াস তালুকদার (৬৪৬-৬৮৩-৪৪২৭) পিকনিকের এ আয়োজনে সকলকে পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবসহ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পিকনিকের আয়োজনে আমন্ত্রন জানিয়েছেন যতন বড়ুয়া ৩১৩-৬০৩-১৮৮০, মো: হোসেন ৯০৪-৩১৫-৪০৯৩, সুব্রত ধর ৩১৩-২০৮-৫৪১১, জিয়া উদ্দিন নিজামী ৫৮৬-৯৩৩-৬০৮৭, কামরুজ্জামান ৩১৩-৬০৩-৭৭৪৭, কানন বড়ুয়া ৩১৩-৭০৭-২০৫৯, মো: ফিরোজ ৩১৩-২৪১-৩০১৬, পুলিন বড়ুয়া ৩১৩-৯৬০-৩২৭৩, রনজিৎ বনিক ৩১৩-৪৫১-০১৫০, অজিত বড়ুয়া ৩১৩-২২১-৩৯১৫, ওমর ফারুক ৩১৩-৪৫৫-৭৯৯৮। পিকনিক সংশ্লিষ্ট ব্যাপারে আমন্ত্রনকারী যে কারোর ফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন।