নগরীতে রথযাত্রা উধযাপিত


উৎসবমুখর পরিবেশ আর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সিলেটে জগন্নাথদেবের রথাযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দুইশ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করেন।

রবীন্দ্রনাথের কবিতায় যেমন লিখেছেন- ‘রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।’ বৃহস্পতিবার বিকেলে নগরীর রিকাবীবাজার এলাকার পরিস্থিতি ছিলো অনেকটা এমনই। লোকারণ্য, মহাধুমধাম আর ভক্তরা লুটেয়ে পড়ে প্রণাম করছেন রথে বসা জগন্নাথদেবকে।

এদুপুর থেকে সিলেট মহানগরের বিভিন্ন এলাকা থেকে ঢাক-ঢোল বাজিয়ে রথ টেনে সনাতন ধর্মাবলম্বীরা রিকাবীবাজার মোড়ে জড়ো হন। পরে সেখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্তরা অংশ নেন। রথযাত্রা উপলক্ষে রিকাবীবাজারে বসেছে সপ্তাহব্যাপী মেলা।

ধর্মীয় অনুষ্ঠানাদি শেষে সন্ধ্যার আগেই রথ নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন সনাতন ধর্মাবলম্বীরা। এবারে সিলেটে রথযাত্রায় অর্ধ-শতাধিক দেবালয় অংশ নেয়।

এদিকে রথযাত্রা মহোৎসবকে ঘিরে ইসকন মন্দির সিলেটে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নয় দিনের অনুষ্ঠান সফল ও স্বার্থক করতে ইসকন মন্দির সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *