বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামগঞ্জ জেলা থেকে সাধারণ নারী, পুরুষ, মুক্তিযোদ্ধা এবং উপজাতি মিলিয়ে ২৫৫ জন নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনস মাঠে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান মিজানের পরিচালানায় এ সময় আরও উপস্থিত ছিলেন- হবিগঞ্জের পুলিশ সুপার মো. সারোয়ার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক আল হেলাল, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, মানবকণ্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী প্রমুখ।
সুপার মো. বরকতুল্লাহ খান জানান, কনস্টেবল পদে যে নিয়োগ দেয়া হয়েছে তা, ঘুষ ও দুর্নীতিমুক্তভাবে মেধার ভিত্তিতে এবং স্বচ্ছতার সাথে। তাই নবীন নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে।