হরতালের সফলের লক্ষ্যে কদমতলীতে পথসভা


গ্যাসের অগণতান্ত্রিক ও গণবিরোধী মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা ৭ জুলাই রবিবার অর্ধ দিবস হরতাল সফল করতে সিলেটের কদমতলীতে পথসভা অনুষ্টিত।

বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বামজোট আহুত হরতাল সফল করতে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টায় সিলেট কদমতলী বাস টার্মিনাল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং ছাত্রনেতা সঞ্জয় দাসের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)  জেলা আহবায়ক উজ্জ্বল রায়, সিপিবি জেলার যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, যুব ইউনিয়ন জেলা সাধারন সম্পাদক নিরঞ্জন দাস খোকন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, ভারতসহ সারাবিশ্বে যখন গ্যাসের মূল্য কমছে সেখানে আমাদের দেশে অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে। আমাদের দেশে গ্যাসের দাম যখন ৩২.৮ শতাংশ  বাড়ানো হলো তখন ভারত প্রতি ঘনমিটারে ১০১ রুপি দাম কমালো। তাহলে এই গণবিরোধী সিদ্ধান্ত মূলত ব্যবসায়ীদের পকেট ভারি করতে জনগণের পকেট কাটার ব্যবস্থার আয়োজন।

বক্তারা অগণতান্ত্রিক ভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে ৭ জুলাই রবিবার ৬-২ টা হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *