চুরি ডাকাতি রোধে এবং আলেকিত ওয়ার্ড গঠনের লক্ষে সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থায়ীভাবে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে লাইটিং করা হয়েছে।
‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র অর্থায়নে প্রায় ১০লক্ষ টাকা ব্যায়ে ৩৮ স্টীক লাইট স্থাপন করে আলোকিত হয়েছে ওই ওয়ার্ডের গ্রামগুলোকে। গ্রামগুলো হচ্ছে রামধানা, কৃপাখালী, কামালপুর, টেক-কামালপুর ও শেখেরগাঁও। পাশাপাশি ওই লাইটিংয়ে আলোকিত হয়েছে ওই ৫গ্রামের মসজিদ মন্দিরসহ বিভিন গুরুত্বপূর্ন সড়গুলোও। যে করাণে নির্ভিগ্নে এখন চলাচল করতে পারবেন ওই ৫গ্রামের বাসিন্দারা। স্থায়ীভাবে লাইটিং স্থাপন শেষে শুক্রবার (০৫জুলাই) সেগুলো উদ্বোধনও করা হয়েছে।
কৃপাখালীর দারুস্ সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ওই লাইিটংয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল ওয়াদুদ বিএসসি ও প্রধান বক্তার বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাজুক মিয়া রাজ্জাক।
আব্দুল গণি সন্স অর্গানাইজেশন বাংলাদেশ শাখার সদস্য হাজী মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সৈয়দ জুয়েল আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক হাজী আব্দুল বারি সুনু মিয়া, হাজী আলকাছ আলী, কৃপাখালী দারুস সালাম জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন ও অলংকারী-পৌদনাপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আজিজুর রহমান।
এরআগে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওযাত করেন সংবাদিক আক্তার আহমদ শাহেদ।
সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী লইলুছ মিয়া, তছির আলী, ব্যবসায়ী রাসেল আহমদ, মুতলিব ও হেলাল আহমদ জাবেদ। সভায় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন, আমির আলী, আব্দুল মতিন, ফজলু মিয়া, ‘আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র সদস্য মোস্তাক আহমদ রিজন, সংগঠক আব্দুর রহিম লাভলু ও শেখ ডালিম।