অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের প্রেম একেবারেই নতুন নয়। এর আগেও বহুবার ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের নাম জুড়িয়ে নানারকম গুঞ্জন কানে এসেছে। তবে এবার এই গুঞ্জনে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরাহ।
সংবাদমাধ্যম নিউজ১৮ এর খবরে বলা হয়, ভারতীয় পেসার বুমরাহর নাম জড়ালো অভিনেত্রী অনুপমা পরমেশ্বরনের সঙ্গে।
যশপ্রীত বুমরাহর দুরন্ত বোলিংয়ে এত দিন বুঁদ হয়েছিলেন ক্রিকেট প্রেমীরা। তাঁর বলে এবার যেন কাবু হলেন অভিনেত্রী অনুপমা। আর সঙ্গে সঙ্গে প্রেমের সাম্পান বেয়ে অনুপমা সোজা ঢুকে পড়লেন বুমরাহর হৃদয়ে।
বুমরাহর বয়স এখন ২৫। আর অন্যদিকে অনুপমার বয়স ২৩। এই দুজনকে নিয়ে আপাতত গুঞ্জন চরমে। এমনকী, অনেকেই বলছেন, এই দুজনকে নাকি মাঝেমধ্যেই একসঙ্গে দেখা গিয়েছে ঘুরতে ফিরতে।
তবে এই প্রেম গুঞ্জন নিয়ে আপাতত কিছুই বলতে চাইছেন না বুমরাহ বা অনুপমা কেউই। বরং অনুপমা জানিয়েছেন, এই খবর একেবারেই ভ্রান্ত। বুমরাহর সঙ্গে এ রকম কোনো সম্পর্ক নেই। পুরোটাই গুজব।