মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেলে নিহত দুই যুবকের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেন, ৭ জুলাই (রোববার) রাতে মালয়েশিয়ার জহুর বাহরু শহরের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এ দু’জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ধনবাড়ীর যদুনাথপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে মাইনুল (৩২) ও একই ইউনিয়নের নলহারা আকন্দবাড়ি গ্রামের আতাব আলীর ছেলে মোহাম্মদ আলী (২৭)।

যদুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইনুল প্রায় দশ বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় ফার্নিচার ও ডেকোরেশনের কাজ করতেন। চলতি বছরের মার্চ মাসে তিন মাস ছুটি কাটিয়ে আবারও মালয়েশিয়ায় যান তিনি। আর নলহারা গ্রামের আলী একবছর আগে বিদেশ যান বলে জানান ইউপি চেয়ারম্যান ফিরোজ।

তিনি আরো জানান, কোম্পানির কাজ শেষে বাসায় ফেরার পথে জহুর বাহরু জেলার মোয়া থানা এলাকায় লরির সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *