বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ২৪০ রানের লক্ষ্য বেধে দিয়েছে নিউজিল্যান্ড। কিউইরা ৮ উইকেট ২৩৯ রান করেছে।
বৃষ্টিতে মঙ্গলবার খেলা পণ্ড হওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে করতে হবে ২৪০ রান।
৪৬ দশমিক ১ ওভারে ৫ উইকেটে ২১১ রানে বুধবারের খেলা শুরু করে নিউজিল্যান্ড।
৬৫ রানে অপরাজিত থাকা রস টেইলর আর ৯ রান করে রবীন্দ্র জাদেজার সরাসরি থ্রোতে রান আউট হন। ৩ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৯০ বলে ৭৪ রানের ইনিংস।
৪৮তম ওভারের শেষ বলে টেইলরের বিদায় হয়। পরের ওভারের প্রথম বলে আরও একটি উইকেট হারায় কিউইরা। ভুবনেশ্বর কুমারের বলে টম ল্যাথাম ১০ রান করে জাদেজার ক্যাচ হন। ওই ওভারের শেষ বলে ম্যাট হেনরিকে ১ রানে বিরাট কোহলির ক্যাচ বানান ভুবনেশ্বর।
মিচেল স্যান্টনার ৯ ও ট্রেন্ট বোল্ট ৩ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।