মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর আর নেই।
মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তার ফেসবুক পেজে লিখেছেন, তার বাবা গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মারা যান।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের ছোট ভাই মুহাম্মদ জাহাঙ্গীর।
ইউনূস সেন্টারের এক কর্মকর্তা জানান, তিনি ক্যানসারে ভুগছিলেন। সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মুহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীর তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, তাঁর বাবার প্রথম জানাজা আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে বাদ আসর, তাঁর বাসার কাছের মসজিদে।
মুহাম্মদ জাহাঙ্গীরকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।