সিলেটের সুরমা নদীর পাড়ে নির্মিত অবৈধ কারখানা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন।
সোমবার ও মঙ্গলবার পরিচালিত অভিযানে কাজির বাজার, শেখঘাট এলাকার অন্তত ৩২টি রাইস মিল ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
এর মধ্যে সোমবার ৩০টি ও মঙ্গলবার আরও দুটি রাইস মিল উচ্ছেদ করা হয়।
ভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, অবৈধ স্থাপনা চিহ্নিত করে বারবার মাইকিং ও নোটিশ দেয়ার পরও স্বেচ্ছায় সরিয়ে না নেয়ায় স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিলেট নগরীর ক্বিন ব্রিজ থেকে কাজিরবাজার সেতু পর্যন্ত সুরমা নদীরপাড়ে কয়েকশ অবৈধ স্থাপনা রয়েছে। দীর্ঘদিন থেকে নদীর জায়গা দখল করে স্থাপনাগুলো ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছিল। এদেরকে চিহ্নিত করে অবৈধ স্থাপনা ভাঙার জন্য নোটিশ দেয়া হয়েছিল। যারা নোটিশ মেনে নিজেরাই ভেঙ্গে ফেলেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর যারা নোটিশ পেয়েও কোন ব্যবস্থা নেননি সেগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর তীরে নির্মিত বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। গত কয়েকদিনে কয়েকশ স্থায়ী ও অস্থায়ী অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।