ইংরেজির ভয় কাটেনি এখনও


সিলেট শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ উভয়ই বেড়েছে। এবার সিলেটে পাসের হার ৬৭ দশমিক ৫। যা গত বছর ছিলো ৬২ দশমিক ১১ শতাংশ।

গতবছরের চেয়ে এবার পাসের হার বাড়লেও এর আগের পাঁচ বছরের চাইতে যা অনেকটা পিছিয়ে। ২০১৩-১৭ এই পাঁচ বছর সিলেটে পাসের হার ছিলা যথাক্রমে ৭৯.১৩. ৭৯.১৬, ৭৪.৫৭, ৬৮.৫৯ ও ৭২ শতাংশ। এবার দেশের অন্যান্য বোর্ডের হিসেবেও পেছনের দিকেই অবস্থান সিলেটের।

গতবছরের চাইতে পাসের হার বাড়ায় সন্তুষ্টি প্রকাশ করলেও সিলেট শিক্ষাবোর্ডের সংশ্লিস্টরা বলছেন, ইংরেজিতে খারাপ করার কারণেই পাসের হার আশানুরুপ বাড়েনি। এছাড়া বিজ্ঝান বিভাগের শিক্ষার্থী কম হওয়া এবং পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ার কারণেও অনেকে অকৃতকার্য হয়েছে বলে মনে করেন তাঁরা।

এবারের ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে ইংরেজি বিষয়ে কৃতকার্য হয়েছে ৭৪.১০ শতাংশ শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ এ ব্যাপারে বলেন, এবার প্রশ্ন অনেক কঠিন হয়েছিলো। এছাড়া ইংরেজিতে পাসের হার কম। যা প্রভাব ফেলেছে মোট পাসের হারে।

তিনি বলেন, সিলেটে বিজ্ঞান বিভাগের চাইতে মানবিক বিভাগের শিক্ষার্থী বেশি। এবার বিজ্ঝঞান বিভাগে যেখানে ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে সেখানে মানবিকে পাস করেছে মাত্র ৬০ শতাংশ। ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বেশি হলে পাসের হার আরও অনেক বেড়ে যেতো।

বুধবার (১৭ জুলাই) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের এ ফল ঘোষণা্ করা হয়।

এবার সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০৯৪ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলো ৮৭৩ জন শিক্ষার্থী।

এবার সারাদেশে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ২৪৬ জন। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *