সিলেটের কানাইঘাটে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে এক শিশু মারা গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কানাইঘাট পৌরসভার শিবনগর সাতকূঁড়ি বিল ভাসমান হাওরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাহিন উদ্দিন (১০) শিবনগর গ্রামের আব্দুল লতিফের পুত্র। সে শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। কানাইঘাট থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু রাহিনের লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।
জানা যায়, শিবনগর সাতকূঁড়ি বিল নামক ভাসমান হাওরে এলাকার কিছু যুব সমাজ নৌকা বাইচের আয়োজন করে। সেই নৌকা বাইচে দেখতে গিয়ে একটি নৌকা থেকে পড়ে গিয়ে বন্যার ভাসমান পানিতে তলিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে রাহিনের। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসকগণ মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাহিনের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন, তাদের ছেলে নৌকা বাইচে গিয়ে একটি নৌকা থেকে পড়ে বন্যার পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে।