সাংবাদিক জুয়েল সাদত এক সংক্ষিপ্ত সফরে লন্ডন ও ফান্স যাচ্ছেন


প্রবাসের নিউজের সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন বন ও পরিবেশ সম্পাদক এক সংক্ষিপ্ত সাংগঠনিক সফরে তিন সপ্তাহের জন্য লন্ডন ও ফান্স যাচেছন আগামী ১৬ জুলাই । জুয়েল সাদত লন্ডনে অবস্থান কালে আগামী ২২ জুলাই কানাইঘাট গাছবাড়ী ডেফলমেন্ট এসোসিয়েশন কতৃক সম্বর্ধনা সভায় উপস্থিত থাকবেন । ২৩ জুলাই প্রস্তাবিত বিশ্বনাথের ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাষ্টিদের বিশেষ সভায় যোগদান করবেন , ২৮ জুলাই লন্ডনে অনুষ্টিতত্ব গোলাপগঞ্জ উ্যসবে অথিতি হিসাবে উপস্থিত থাকবেন ।

তিনি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে লন্ডন বাংলা প্রেসক্লাব ও লন্ডনস্থ সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন । তিনি ১ লা আগষ্ট প্যারিসে ” ফ্রান্স বাংলা” প্রেসক্লাবের সাথে মতবিনিময় করবেন । এছাড়াও লন্ডন ও ফ্রান্স এ জুয়েল সাদতের কবিতার সিডি “ অনুভবে আলিঙ্গন “ এর মোড়ক উন্মোচন অনুষ্টানে উপস্থিত থাকবেন ।

এ ছাড়াও ৫২ বাংলা টিভির সাথে তার মত বিনিময় আগষ্টের  ১ ম সপ্তাহে  ও সাদত ফা্উন্ডেশন নিয়ে তিনি লন্ডন ও ফ্রান্সের সাংবাাদিকদের সাথে মত বিনিময় করবেন । জুয়েল সাদত এর সাথে আগস্টের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট আওয়ামী লীগ, স্বেচছাসেবকলীগ ও বঙ্গবন্ধু পরিষদের সাথে মত বিনিময়ের সম্ভাবনা রয়েছে ।

তিনি ১৭ ‍জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন । ফান্সে অব্স্থান করবেন আগষ্ট ১  থেকে ২ রা আগষ্ট । প্রবাসের নিউজের বিভিন্ন প্রতিনিধিদের সাথে তার মত বিনিময় অনুষ্টান ২৫ জুলাই লন্ডন সেখানেও তিনি উপস্থিত থাকবেন ।

এ ছাড়াও তিনি বার্মিংহাম ,মানচেষ্টার, চেষ্টার, ষ্কটল্যান্ড.পোর্টসমাউথ এ প্রবাসী বাংলাদেশী প্রবাসীদের সাথে মত বিনিময় ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।এ  ছাড়াও তিনি কয়েকটি টিভি প্রগ্রামে উপস্থিত থাকবেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *