নতুন নেতা পেয়ে উৎসাহ এবং উদ্দীপনায় ফিরে এসেছে দলটির নেতাকর্মীরা।সাথে নতুন নেতৃত্বকে বরণ করতে ছিল জমকালো আয়োজন।বৃহস্পতিবার (১৮ জুলাই) ফুল দিয়ে বরণ করে আনন্দ মিছিল করে তারা।এসময় আনন্দে মুখে রং মাখতে দেখা যায় কমিটির নেতাকর্মীদের।
সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দিলহাস আহমদ সভাপতি ও এমদাদুল হক মান্না সাধারন সম্পাদক করে নতুন কমিটি দিয়েছে সিলেট মহানগর সজীব ওয়াজেদ জয় পরিষদ কমিটি।কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেয় ৭ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম (তুহিন) ও কর্মীরা।পরবর্তীতে আনন্দ মিছিল করে দলীয় অফিসে বক্তব্য রাখেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
বক্তব্যে ছাত্রলীগের ৭ নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম (তুহিন) নেতৃবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন নতুন নেতৃত্ব দেশের ইতিহাস-ঐতিহ্যকে সমন্নত রেখে আগামী দিনের ৭ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
এ সময় উপস্থিত ছিলেন, সোবহান আহমদ (মিলন) সাধারন সম্পাদক ৭ নং ওয়ার্ড ছাত্রলীগ, রাজন মিয়া সহ সভাপতি জালালাবাদ থানা ছাত্রলীগ, মোঃ জুবেল আহমদ যুগ্ন আহ্বায়ক তাতীলীগ সিলেট মহানগর শাখা, মোঃ নুরুজ্জামান আহমদ যুবলীগ নেতা সিলেট মহানগর, অনিক চৌধুরী যুবলীগ নেতা, মাসুম আহমদ, সুয়েব তালুকদার , শামিম আহমদ শিহাব ৭ নং শ্রমিকলীগের প্রচার সম্পাদক ,মেহেদি হাসান (রাসেল), মারুফ আহমেদ রানা, শাহেল আহমেদ সাকের, সজল রায়, আকরাম আহমদ, তানভীর আহমদ, হৃদয় আহমেদ ও আরো উপস্থিত ছিলেন, গৌরব চৌধুরী, তারিকুল ইসলাম জয় ,বাপ্পী আহমদ , শাহরিয়ার আহমদ, নাঈম আহমদ,জায়েল আহমদ, রাসেল আহমদ, ইমরান আহমদ, রনি আহমদ, শফিকুল ইসলাম, হিরা আহমদ, হৃদয় আহমদ, রবিন আহমদ, পাবেল আহমদ, শাহান আহমদ, নয়ন আহমদ, মুন্না আহমদ, আব্দুল আলী আকাশ, মান্না মিয়া সহ আরো অনেকে।