দেশবাসীকে দোল পূর্ণিমার শুভেচ্ছা দুই সংগঠনের


ডেস্ক রিপোর্ট :: হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

বুধবার (২০ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল।

বিবৃতিতে তারা বলেন, ‘মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করাই হচ্ছে দোল উৎসবের মূল বাণী।’

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২১ মার্চ) দোলযাত্রা ও গৌর পূর্ণিমা। এদিন সারাদেশে রাধাকৃষ্ণের দোল উৎসব, পূজা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তনের আয়োজন করা হয়েছে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং প্রসাদ বিরতণ দুপুর ১২টায়।