নোবেল-শখের – অহংকার


সুপারস্টার মডেল নোবেলের সঙ্গে বিজ্ঞাপনে অনেক আগেই দেখা গেছে শখকে। বিজ্ঞাপনের পর নাটকেও দর্শক তাঁদের অভিনয় দেখেছেন।

যাঁরা নোবেল ও শখকে এক ফ্রেমে দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর হলো, আসন্ন ঈদের জন্য তাঁরা একটি নতুন নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘অহংকার’। সাব্বির চৌধুরীর গল্পে ‌এর চিত্রনাট্য করেছেন রিয়াজুল আলম শাওন। পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকটি যৌথভাবে প্রযোজনা করছেন সাব্বির চৌধুরী, রাসেল আলম ও মামুন খান হাবিব।

নাটকে একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জিএমের ভূমিকায় নোবেল এবং শখ একজন করপোরেট কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন বলে জানান নির্মাতা শেখ সেলিম। বাস্তব ঘটনা থেকে এই নাটক নির্মাণ হচ্ছে বলেও জানান তিনি।

‘অহংকার’ সম্পর্কে নোবেল বলেন, ‘গল্পটা সাধারণ হলেও দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার সব সময়ই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।’

শখ বলেন, ‘নোবেল ভাইয়া অনেক আন্তরিক সহশিল্পী। তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি।’

নির্মাতা শেখ সেলিম বলেন, ‘দর্শকের পছন্দের কথা ভেবেই নোবেল ও শখকে নিয়ে নাটক নির্মাণ করছি। আজ উত্তরায় শুটিং শুরু করছি। আর একদিন কাজ করলেই নাটকের শুটিং শেষ হয়ে যাবে।’

অন্যদিকে প্রযোজক সাব্বির চৌধুরী বলেন, ‘নোবেল ও শখ দুজনই আমার প্রিয় শিল্পী। ঈদে দর্শকের এই নাটকটি বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।’

নাটকটিতে একটি গানও রয়েছে। গানটি লেখার পাশাপাশি এর সুর ও কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নোমান এবং সংগীতায়োজন করেছেন তাহসিন আহমেদ।