শাবিতে দুইদিনব্যাপী ‘জব ফেস্ট’ সম্পন্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)সাস্ট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী ‘জব ফেস্ট সিজন-৩’ শেষ হয়েছে।

শুক্রবার (২৬জুলাই) সন্ধ্যায় এ জব ফেস্ট শেষ হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ জব ফেস্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

এসময় তিনি বলেন, আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্রাজুয়েটরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ও যুগোপযোগী। তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা চেষ্টা করছি জব চাহিদার সাথে তাল মিলিয়ে একাডেমিক সিলেবাস প্রণয়ন করতে যাতে তারা পাস করে বের হওয়ার সাথে সাথে কাজ করার সুযোগ পায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইনিস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ এর সাবেক পরিচালক অধ্যাপক হিমাদ্রী শেকর রায়, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের  অধ্যাপক ড. মো মোজাম্মেল হক, অধ্যাপক মনিরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ।

ক্লাব সূত্রে জানা যায়, জব ফেস্ট সিজন-৩’ থেকে চাকুরী প্রত্যাশীরা কোয়ালিফিকেশন এর ভিত্তিতে শতাধিক চাকুরী লাভেরর সুযোগ হয়েছে।

উল্লেখ্য, ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল মিলিয়ে এবারের জব ফেস্টে ২৫ টির অধিক কোম্পানি অংশগ্রহণ করেছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *