আন্তর্জাতিক ডেস্ক :: দু’দিন ধরে রঙের উৎসব দোলপূর্ণিমায় মেতে উঠেছে ভারতসহ বিভিন্ন দেশের হিন্দু সম্প্রদায়। উৎসবের এই বিশেষ দিনে রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোলের রংয়ে প্রতিটি মানুষের জীবন যেন রঙিন হয়ে ওঠে এই প্রার্থনাই করেছেন তিনি।
সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে, নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ হয়ে না ওঠে। এ বিষয়টি খেয়াল রাখতে বলেছেন তিনি। পুলওয়ামায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছর দোল খেলছেন না বলেও টুইট করেছেন মুখ্যমন্ত্রী।
তবে দোল না খেললেও রঙের উৎসব যেন সবার ভালোভাবে কাটে সে বিষয়ে শুভ কামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।