ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদেশ থেকে ওষুধ আনা হচ্ছে। ওষুধের কোনও সংকট হবে না। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য ইতোমধ্যে দুই লাখ কিট আনা হয়েছে। সুতরাং কোথাও পরীক্ষার সমস্যা হবে না।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ডেঙ্গু রোগীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট নেই এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি দেখার জন্য গঠিত সেল কাজ করছে। তারা তদারকি করছে।’

জাহিদ মালেক ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৪ জন মারা গেছে বলে সাংবাদিকদের জানান।

এ সময় সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও বিএসএমএমইউতে দুইজন মারা গেছেন। এর বাইরেও দেশের বিভিন্ন স্থানে অনেকে মারা গেছেন বলে জানা গেছে।

সাংবাদিকরা বাকি মৃতের সংখ্যার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আরও ভালোভাবে জেনে আমি পরে জানাবো।’

বিএসএমএমইউর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছেন স্বাস্থ্যমন্ত্রীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *