পুলিশ ও সাংবাদিক একে অপরের আত্মার আত্মীয়


পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।

শনিবার (৩ আগস্ট) দুপুর সারে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই দুই পেশার মানুষ দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। পুলিশ-সাংবাদিক একে অপরের আত্মার আত্মীয়।

এসপি বলেন, সাংবাদিকরা হলেন সমাজের স্বচ্ছ দর্পণ। এ দর্পণে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। গঠনমূলক কাজের জন্য আপনারা সাংবাদিকরা আমাদের উৎসাহ দেবেন। আমরা কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অপরাধসহ যত সমস্যা আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেসব সমস্যা সমাধান করবো।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন শাহীন, সহসভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সভাপতি মো. আরজু ও সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।