গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার চৈলাখেল ৮ম খণ্ড গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিশু দত্ত ও উপ-পরিদর্শক (এসআই) রাজীব রায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য উপজেলার চৈলাখেল ৮ম খণ্ড গ্রামে অভিযান চালান। এ সময় আমদানি নিষিদ্ধ ২শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুলাল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, দুলাল মিয়া দীর্ঘদিন থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।