কুমিল্লা বরুড়ার কৃতি সন্তান মল্লিকা খান মাই টিভির আমেরিকা অফিস প্রধানের নিয়োগ পেয়েছেন । মাইটিভি প্রধান কার্যালয় থেকে পাঠানো নিয়োগপত্রে বলা হয় আগষ্ট মাসের ১৫ তারিখ থেকে কার্যকর হবে এ নিয়োগপত্র ।
মল্লিকা খান আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য । তিনি এর আগে এন টি ভি ও ই টি ভি এর আমেরিকার প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। মেধাবী মল্লিকা খান রয়েছেন আমেরিকান বাংলাদেশী নিউজপেপার “বাংলা সংবাদের” সম্পাদনা পরিষদে ।
এছাড়া নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা সংবাদ ডট কমের সম্পাদনা সহযোগী হিসেবে । মল্লিকা খানের মাই টিভির আমেরিকা অফিস প্রধানের নিয়োগে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব, বাংলা সংবাদের সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস এবং কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেত্রীবৃন্দ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । মল্লিকা খান মিডিয়া অঙ্গনের পাশাপাশি আমেরিকায় সফটওয়ার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন ।