সাকের আহমদ :: মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দূপুরে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ ফজলুল আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন অতিথিরা।