বঙ্গবন্ধু সেতু রক্ষাবাঁধের ১০০ মিটার এলাকায় ধস


টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব মূল রক্ষাবাঁধে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এ ভাঙনে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতু, সেনানিবাসসহ বেশ কয়েকটি গ্রাম।

সেতু থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে এই ভাঙন শুরু হয়। এদিকে যমুনা নদীতে পানি কমতে শুরু করায় হঠাৎ করেই বঙ্গবন্ধু সেতুর মূল গাইড বাঁধে ভাঙন শুরু হয়েছে।

ইতোমধ্যেই সেতুর গাইড বাঁধ ১০০ মিটার এলাকায় ধসে গেছে। এতে করে ৪২ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ভাঙন ঠেকাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত নেননি কোনো পদক্ষেপ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সেতু থেকে ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে তীব্র ভাঙন দেখা দেয়। এতে হুমকির মুখে পড়ে বঙ্গবন্ধু সেতুসহ আশপাশের বেলটিয়া, গড়িলাবাড়ি, আলীপুর, সিংগুলীসহ প্রায় ১০টি গ্রাম।

ভাঙনের সত্যতা স্বীকার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন জানান, ভাঙন ঠেকাতে সাইট অফিসে কর্মরতদের নির্দেশ দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *