কালিয়াকৈরে ডিবি পরিচয়ে ডাকাতি

banglashangbad

গাজীপুরের কালিয়াকৈরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (৩১ আগস্ট) রাতে হিজলতলী এলাকায় মহব্বতের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার রাত তিনটার দিকে একদল ডাকাত হিজলতলী এলাকায় স্থানীয় মহব্বতের বাড়ির মূল ফটকের তালা কেটে ঘরের দরজা ভাঙতে গেলে বাড়ির লোকজন জেগে ওঠে। পরে ডাকাত দল ডিবি পরিচয় দেয় এবং ঘরের ভেতর আসামি আছে বলে গেট খুলতে বলে। এক পর্যায়ে ডাকাত দল ঘরের ভেতর ঢুকে গৃহকর্তা মহব্বত আলী, তার স্ত্রী, ছেলের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে আলমারির তালা কেটে নগদ দেড় লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতরা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদের হাত-পা ও মুখের বাঁধন খুলে দেয়।

কালিয়াকৈর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলেই মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরে ব্যবস্থা নেয়া হবে।