ডেস্ক রিপোর্ট :: অস্তিত্ব সঙ্কটে থাকা বিএনপি-জামায়াত অনুপ্রবেশ ঘটিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কায় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, জামায়াতের মতো বিএনপিও এক সময় রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এ অবস্থায় তারা বিভিন্ন সংগঠনের মধ্যে ঢোকার চেষ্টা করছে। আমাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। এরা আমাদের মধ্যে এসে দলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এদেরকে চিহ্নিত করতে হবে এবং এরা যেনো দলের মধ্যে ছড়িয়ে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন ভুয়া মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে তার বাবা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ছিলেন। কোনো ড্রাম তত্ত্বের উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এসেছে। এ সময় বিএনপিকে স্বাধীনতাবিরোধী শক্তি রাজাকারের পৃষ্ঠপোষক রাজনৈতিক সংগঠন হিসেবেও মন্তব্য করেন হানিফ।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ প্রমুখ।