ঢাকার ধামরাইয়ে এক যুবতীকে ডেকে নিয়ে তার প্রেমিকসহ দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবতী।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই যুবতীকে চাকরি দেয়ার কথা বলে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধামরাইয়ের বালিথা এলাকার মো. জসিম। পরে গত ৯ সেপ্টেম্বর বিকেলে চাকরির দেয়ার কথা বলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে ধামরাইয়ের বালিথা এলাকায় তাকে ডেকে নেয় প্রেমিক। এরপর সেখানে আগে থেকে উপস্থিত জসিমের সহযোগী নাহিদ ও আরও দুই-তিন জন তাকে একটি কক্ষে আটকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় জসিম ও তার সহযোগিরা।
পরে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের ঘটনায় অভিযোগের ভিত্তিতে দোষীদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক ওসিসিতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।