স্বর্ণ ছিনতাই মামলায় পুলিশের এএসআইসহ দুইজন রিমান্ডে

banglashangbad

স্বর্ণ ছিনতাই মামলায় রাজধানীর শাহবাগ থানার এএসআই শাহজাহান কবিরসহ দুইজনের বিরুদ্ধে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- শাহবাগ থানার এএসআই শাহজাহান কবির এবং জনৈক আলিমুদ্দিন।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। এ সময় শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।