‘পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দিয়েছে রিজেন্ট হাসপাতাল’


করোনাভাইরাসের নমুনা পরীক্ষার না করেই নেগেটিভ বা পজিটিভ রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। ওই হাসপাতালটিতে অভিযান পরিচালনার পর আজ সোমবার সন্ধ্যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘রিজেন্ট হাসপাতাল, তারা রোগীর নমুনা সংগ্রহ করেছিল ঠিকই কিন্তু কোনোটাই তারা পরীক্ষা করেনি। পরীক্ষা ছাড়াই তারা নেগেটিভ-পজিটিভ রিপোর্ট দিয়েছে।’

সারোয়ার আলম বলেন, ‘আমরা কয়েকজনের অভিযোগের ভিত্তিতে কিছু রিপোর্ট কালেকশন করি। এরপর সেই রিপোর্টগুলো আমরা ভেরিফাই করেছি। সেগুলো ছিল ফেক (ভুয়া) রিপোর্ট।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘অভিযানকালে ২৮টি রিপোর্ট হাতেনাতে পাওয়া গেছে। যেগুলোর নমুনা আসলে পরীক্ষার জন্য যায়ইনি। সবগুলোই ভুয়া রিপোর্ট।’

সারোয়ার আলম আরও বলেন, ‘এই নমুনা পরীক্ষার নামে প্রত্যেকের কাছে থেকে তারা ৩ হাজার ৫০০ টাকা করে নিয়েছে। এভাবে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল।’

প্রসঙ্গত, কোভিট-১৯ পরীক্ষার নামে বিভিন্ন অনিয়মের অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে আজ দুপুরের পর থেকেই অভিযান শুরু করেছিল র‍্যাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *