গতকাল রাত ৮টায় রিলিজ হয়েছিল GMS Music Entertainment এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে “আমার ভালবাসা তোমায় ঘিরে” শিরোনামের গানটি।
দোলন দিয়ার অসাধারণ কথা,নোবেল আহমেদ এর সুর, সংগীত ও তার কন্ঠে গানটি তরুণ পরিচালক ওয়াহিদুল ইসলাম ফাহিম, দুটি নতুন মুখ খালিদ সুপ্রভ ও নুসরাত জাহান সুমিকে নিয়ে পারিবারিক পরিছন্ন একটি ভিডিও তৈরি করেন..
গানটি ইতিমধ্যে ইউটিউব ব্যাপক সাড়া ফেলেছে, গানটি যথারীতি ক্যামেরায় আছেন রনি রয়, ইডিট এ ছিলেন ঝুটন সাহা, প্রযোজক “জি এম সুবীর” এর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে আমাদের সংবাদ মাধ্যমকে বলেন, গানটি নিয়ে বরাবরই আমি আশাবাদী, জি এম এস মিউজিক এন্টারটেইনমেন্ট স্রোতাগনকে নতুন কিছু দিতে তৎপর, যেভাবে দর্শক স্রোতাগন জি এম এস কে সাধরে গ্রহণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আহবান করেন,সামনে আরও ভালো কিছু আসছে এই বলে মন্তব্য করেছেন…
এ ব্যাপারে পরিচালক ওয়াহিদুল ইসলাম ফাহিম বলেন গানটি যথারীতি আমার নতুন ক্যারিয়ারে ভিন্নতা আবার চেষ্টা করেছি, দর্শক যে সাধরে গ্রহণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ বলে উনার মন্তব্য শেষ করেন….