বড়লেখায় বন্ধুমহলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয় হাকালুকি উচ্চ বিদ্যালয়ের এসএসসি২০১০ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মাঠে বন্ধুমহল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় উভয় দলই শত চেষ্টা করেও ম্যাচের নির্ধারিত সময়ে গোল করতে পারেনি, ফলে ড্রতে খেলা শেষ করতে হয়েছে।

দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাসের সভাপতিত্বে ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন।

কবি শিক্ষক মৃণাল কান্তি দাস অজিত দাসের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, মাছরাঙা প্রকাশনের স্বত্বাধিকারী আবুল কাসেম, অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপক রঞ্জন দাস, শিক্ষক বিধান দাস, শিক্ষক শশাংক দাস, শিক্ষক সুমন দাস, শিক্ষক নিকুঞ্জ দাস, শিক্ষক দীপংকর দাস, রন্টু দাস, শাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান পিংকু দাসশিক্ষক প্রবণ কুমার জুয়েল, উপসহকারি কৃষি কর্মকর্তা সুবিনয় দাস, হাকালুকি ক্যাম্পের সমন্বয়ক পরিবেশকর্মী জামিদুল ইসলাম নাহিদ।

বন্ধুমহলের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেনএমন উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাবে। প্রযুক্তি নির্ভর খেলায় আসক্তি এই প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে। তাই আগামী প্রজন্মকে সুস্থ সবল রাখতে সর্বত্র এমন উদ্যোগ নেয়া প্রয়োজন।

বন্ধুমহলের আয়োজন বিষয়ে শিক্ষক, সাংবাদিক রিপন দাস জানান, ঈদের ছুটিতে বন্ধুরা গ্রামের বাড়িতে এসেছে।সাম্প্রতিককালে মোবাইল গেমস্ আসক্তির বিষয়টি আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। তাই আমাদের গ্রামের নবীন প্রজন্মকে সুস্থতার বার্তা দিতে আমরা উদ্যোগ গ্রহণ করি।

বাংলাবাজারের ব্যবসায়ী ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের জনসাধারণ বিশেষ করে গ্রামের শিশুরা মাঠের চারপাশে দাঁড়িয়ে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *