-
ডিসেম্বরের শেষে মুক্তি পাচ্ছে জয়ার ‘রবিবার’
কলকাতার নির্মাতা অতনু ঘোষের সিনেমায় দুজনই অভিনয় করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ুরাক্ষী’-তে দেখা গিয়েছিল বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’ অভিনয় করেছেন জয়া আহসান। এবার অতনু প্রথমবারের মতো এক করেছেন দুই বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জয়া আহসানকে। নতুন ছবিটির নাম ‘রবিবার’। সিনেমাটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন জয়া।…